ছুঠি নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ালীগ নেতা কামরুজ্জামান বশির

ছুঠি নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ালীগ নেতা কামরুজ্জামান বশির

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেশ ছাড়তে স্থানীয় সরকারে আবেদন করেছেন। আবেদনটি সিলেট বিভাগীয় কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিডিএলজি হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নিরাপদে দেশ ছাড়তে তিনি এ আবেদন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

তিনি সদ্য বিলুপ্ত হওয়া সাবেক সংসদ সদস্য আবু জাহিরের আপন সমন্ধিক। ইতিমধ্যে তার আপন বোন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গা ঢাকা দিয়েছেন।

এই কামরুজ্জামান আল বশির আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সময়ে অবৈধভাবে বিভিন্ন বালু মহাল দখল করে বালু উত্তোলন, টেন্ডারবাজি, স্কুলের সভাপতি পদ,স্ট্যান্ড দখল সহ বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। আবু জাহিরের স্ত্রীর ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন।

তার এক ঘনিষ্ট আত্নীয় জানায়, বর্তমানের পরিস্থিতিতে তিনি দেশে থাকাটা রিস্ক মনে করে লুকিয়ে ছুঠির জন্য আবেদন করেছেন ইউএনও অফিসে। তিনি ছুঠি পেলে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন।

সুশীল সমাজের দাবী, এই ক্ষমতা শালী জুলুমকারীরা যদি এভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে দিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করেছেন।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, আবেদন করেছেন, ছুঠি মঞ্জুর করবেন বিভাগীয় কমিশনার মহোদয়। উনার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকিকে যুগান্তরের প্রতিনিধি কয়েবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *