৭ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কাউন্সিল ২০২৪ইং। কাউন্সিল অধিবেশনে মুফতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ডা: গোলাম মহিউদ্দীন ইকরাম।
আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান,সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান, অর্থ সম্পাদক মুফতি আতাউর রহমান খান,সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি সৈয়দ তালহা আলম,যুব জমিয়ত আহবায়ক মাওলানা সুহাইল আহমদ,ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাফিজ শাব্বীর রাজি প্রমুখ।
আগামী ২বছরের জন্য খালেদ মাহমুদ-কে সভাপতি ও ফেরদৌস রুম্মান-কে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।