চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজা সহ মোঃ মাসুক মিয়া(৩৫)নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ডের ক্রস রোডের আব্দুর রউফ নামের ব্যক্তির মালিকানাধীন ভাড়াটিয়া বাসা থেকে ওই যুবককে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ একটি সাদা প্লাস্টিকে ব্যাগের ভিতর থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করে। সে উপজেলার গণেশপুর, ০৪নং পাইকপাড়া গ্রামের বাসিন্দা মৃত লিয়াকত মিয়ার ছেলে।
এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই লিটন রায় এজাহার দাখিল করে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।